ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে ছুটির দিনে নিশ্চয়ই গিয়েছেন চিড়িয়াখানায়

ছোটবেলায় বাবা, মায়ের হাত ধরে ছুটির দিনে নিশ্চয়ই গিয়েছেন চিড়িয়াখানায়? বড় হওয়ার পর নিজের সন্তানদেরও নিশ্চয়ই নিয়ে গিয়েছেন। চিড়িয়াখানায় যাওয়া মানেই আনন্দ। হরেক পশু-পাখি আপনাকে আনন্দ দিতে তৈরি, খাওয়া-দাওয়া, সব মিলিয়ে দিনটাই জমজমাট কাটে। কিন্তু আপনি যতটা আনন্দ পান, পশুরাও কি আনন্দ পায়? প্রকৃতি, বন ছেড়ে বন্দিদশায় দিনের পর দিন কেমন কাটে তাদের? নিজেদের গোষ্ঠীর বাইরে খাঁচায় এককীত্বে কী ভাবে থাকে তারা? সেই নিস্তরঙ্গ জীবনের ছবিই নিজের লেন্সে ধরেছেন ফোটোগ্রাফার গ্যাসটন ল্যাকমবে। দেখুন সেই সিরিজ।