জলঢাকায় আ.লীগ নেতাদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক সহ জেলা-উপজেলার নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২৫ জুলাই) বিকেলে জলঢাকা সরকারি কলেজ নিকটস্থ মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
লিখিত বক্তব্যে অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, ‘জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ২০০৪  সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি আনসার আলী মিন্টু ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে কোনো কার্যকরী ভূমিকা পালন করে নি। দীর্ঘ ১৮ বছর পর সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক সম্মেলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সে অনুযায়ী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়  আগামী ৩০জুলাই জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়। ’
তিনি বলেন,‘এই ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার উদ্দেশ্যে গতকাল রবিবার (২৪ জুলাই) জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক সহ জেলা উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল ও অব্যহতিপ্রাপ্ত সভাপতি আনসার আলী মিন্টুকে সাথে নিয়ে তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে সভাপ্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।’
সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা আরো বলেন,‘আগামী ৩০জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন যেনো অনুষ্ঠিত না হয় সেজন্য জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। হামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আগামী ৩০জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলন সফল সহ দুষ্কৃতিকারীদের বিচার এবং হামলাকারীদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার ও শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের মামলার প্রস্তুতি চলছে।’
এ সময় জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ এ.কে আজাদ, আহমেদ হোসেন, আব্দুল মজিদ, আব্দুল হান্নান সরকার, আশরাফ আলী, জসির উদ্দিন, মতিয়ার রহমান, জহুরুল ইসলাম, খুটামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈম শামীম সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় একাধিক সাক্ষ্য প্রমাণ ও ভিডিও ফুটেজে দৃশ্যমান সন্ত্রাসীদের পক্ষ অবলম্বনকারী নেতা হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল কে তার সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে নিশ্চিত করা হয়।