জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে মিরাজ

ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষের সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই স্কোয়াডে তিন তরুণ সুযোগ পেয়েছেন। তারা হলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, আলাউদ্দিন বাবু ও শুভাশীষ রায়। এই তিনজনের মধ্যে শেষ পর্যন্ত মূল দলে কয়জন জায়গা করে নেন সেটাই দেখার বিষয়।

প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতি জানতে চাইলে ওয়ালটনের ইয়ুথ অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ রাইজিংবিডিকে বলেন, ‘খুবই ভালো লাগছে। ভালো লাগার মতোই একটি ব্যাপার। তবে শেষ পর্যন্ত মূল দলে সুযোগ পেলে আরো ভালো লাগবে।’

শেষ পর্যন্ত মূলদলে সুযোগ পেলে নিজের লক্ষ্যের কথা জানিয়ে মিরাজ বলেন, ‘লক্ষ্য থাকবে নিজের সেরাটা দেওয়ার। নিজেকে প্রমাণ করার।’

উল্লেখ্য, ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খুব একটা আলোচনায় আসতে পারেননি মিরাজ। তার গড় খুব ভালো না থাকলেও তার খেলার ধরণ ছিল অভিজ্ঞদের মতো। সেটাই নির্বাচকদের নজর কেড়েছে। তাছাড়া অনূর্ধ্ব-১৯ দলের একজন পরীক্ষিত সৈনিক সে।