‘জেমি অধ্যায়’ শেষ!

খারাপ পারফরমেন্সের কারণে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে‌’কে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে এক সভায় এই সিদ্ধান্ত জানায়।

জেমির পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অস্কার ব্রুজনকে। সাফ চ্যাম্পিয়নশিপে দলের কোচ হিসেবে থাকবেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। এছাড়া দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সত্যজিৎ দাস রূপু। সাফ চ্যাম্পিয়নশিপ , যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলঙ্কায় চারজাতি টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ থাকবেন ব্রুজন। আপাতত তার মেয়াদ দুই মাস। ১৭ নভেম্বরের পর কোচের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে জেমি ডে’র বিদায়ের বিষয়ে এখনই নিশ্চিত বলা যাচ্ছে না। অস্কার ব্রুজনের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

আগামী ৮ থেকে ১৭ নভেম্বর শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে খেলবে মালদ্বীপ, সিঙ্গার আইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।