ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা

ঝালকাঠি প্রতিনিধি মো.মোছাদ্দেক বিল্লাহ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্মদিনের বিষয়ে আদালতে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ পুলিশী বাধায় করতে পারেনি জেলা যুবদল।
শুক্রবার সকালে শহরের কামারপট্টিস্থ জেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দিলে বিক্ষোভ মিছিল পন্ড হয়ে যায়।
এরআগে দলীয় কার্যালয়ের ঝালকাঠি জেলা যুবদল সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শামীম তালুকদার, শহর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম বাদল, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, সদর উপজেলা সাধারন সম্পাদক আনিচুর রহমান পান্নু, জেলা যুবদল নেতা অ্যাডভোকেট আনিচুর রহমান খান, গাভারামচন্দ্রপুর ইউনিয়ন সভাপতি সায়েম হাসান মীর কালু ও বাসন্ডা ইউনিয়ন সভাপতি মো. আবুল কালাম।
অপরদিকে ঝালকাঠি জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিনের নেতৃত্বে ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে অনুষ্ঠিত হয়। সেখানেও দলীয় কার্যালয়ে ঝালকাঠি জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা কামাল মল্লিক, অ্যাডভোকেট ফয়সাল খান, রাশেদ মুন্সি, বারেক হাওলাদার, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।