টঙ্গী সরকারি ২৫০শয্যা হাসপাতাল শহীদ আহসান উল্লাহ নামে নামকরণের দাবী

মো. রবিউল ইসলাম, টঙ্গী : টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টঙ্গীর ২৫০শয্যা হাসপাতাল শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণের দাবীতে বুধবার সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণস্বাক্ষর গ্রহণ, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রস্তুতিমূলক সভায় টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসির উদ্দিন নাছিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সনির্ভর বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের ৫৭নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন মনি সরকার, সাধারণ সম্পাদক এস.এম আনোয়ার হোসেন, জয় সরকার, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন, আব্দুর রশিদ ভূঁইয়া, সাইদুল হক লিটন প্রধান, গাজীপুর মহানগর তরুণ লীগের সভাপতি পলাশ মাহমুদ, ইমরান তালুকদার বশির, বেলায়েত হোসেন, ইমাম হোসেন, আলী সরোয়ার, সাজেদ খান টুটুল প্রমুখ।
বক্তারা বলেন, যে কোন মূল্যে টঙ্গীর ২৫০শয্যা হাসপাতাল শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণ করতে হবে। অন্যথায় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ ঐক্যবদ্ধ হয়ে আগামী ১৮ এপ্রিল টঙ্গী সরকারি হাসপাতালের সামনে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে। তাতেও যদি টঙ্গীর ২৫০ শয্যা হাসপাতাল শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণ না করা হয় ২৪ এপ্রিল বিক্ষোভ মিছিল প্রতিকী অনশন পালন করবে। এছাড়া আগামী ২৮ এপ্রিল টঙ্গীর ২৫০শয্যা হাসপাতাল শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণের দাবীতে টঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরণ অনশন পালন করবে। যে কোন মূল্যে টঙ্গীর ২৫০শয্যা হাসপাতাল শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণ করেই গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ ঘরে ফিরবেন। অন্যথায় তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।