টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না ডু প্লেসি

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পিঠের নিচের অংশে চোট পান ফাফ ডু প্লেসি। সদ্য পাওয়া এ চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

বাফেলো পার্কে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করার সময় পিঠের নিচের অংশে ব্যথায় ভুগছিলেন ডু প্লেসি। শেষপর্যন্ত ব্যক্তিগত ৯১ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছে প্রোটিয়া দলপতিকে।

ডু প্লেসির ইনজুরিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্বে দেবেন জেপি ডুমিনি। প্রোটিয়া স্কোয়াডে ডু প্লেসির পরিবর্তে জায়গা হয়েছে ডোয়াইন প্রিটোরিয়াসের।

ইনজুরির চিকিৎসা নিতে কেপ টাউনে ফিরে যাবেন ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার ড. মোহাম্মদ মোসাজ্জে এ কথা নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে এক বিৃবতিতে তিনি জানান, ‘ব্যাটিং করার সময় পিঠের নিচের অংশে চোট পান ডু প্লেসি। অস্বস্তি বোধ করায় তখনি মাঠ ছেড়ে উঠে আসেন তিনি। পরীক্ষার জন্য তিনি কেপ টাউনে যাবেন। বৃহস্পতিবার ব্লুমফন্টেইনে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’