ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জাদুরানি হাটে অবৈধভাবে অতিরিক্ত টোল আদায়

মোঃ রফিকুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আজ ১১ ই মে মঙ্গলবার হরিপুর উপজেলার জাদুরানি গরুর হাটে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে | বর্তমান মরণঘাতী করোনা ভাইরাসের এর দ্বিতীয় ঢেউয়ে, স্বাস্থ্য বিধি না মেনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ধুমধারাক্কা ক্রয়-বিক্রয় চলছে জাদুরানি হাটে গরু ছাগল | এসময় হরিপুর উপজেলার জাদুরানি গরুর হাট ঘুরে দেখা যায়, প্রতিটি গরুর  ৩২০ টাকা এবং প্রতি ছাগল ১৩০ টাকা হরে ক্রেতাদের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে |
এ বিষয়ে রশিদ লেখকদের কাছে জানতে চাইলে,বলেন আমরা এ বিষয়ে কিছুই জানিনা ইজারাদারের হুকুমে ৩২০ টাকা প্রতিটি গরুর লেখাই রশিদের মূল্য নেওয়া হচ্ছে | উক্ত হাটের গরুর লেখায় রশিদে, রশিদ মূল্য বা টোল উল্লেখ করে লিখে চাইলে , রশিদ লেখকেরা জানিয়েছেন রশিদে কোন প্রকার মূল্য ,ফি, অথবা টোল আদায়ের পরিমাণ উল্লেখ করা ইজারাদারের নিষেধ রয়েছে |লেখকেরা বলেন ইজারাদার মোঃ রাজিব এর হুকুমে প্রতিটি গরুর রশিদ মূল্য ৩২০ টাকা নেওয়া হচ্ছে এ বিষয়ে আমাদের করণীয় কিছু নেই | এর আগে গত ৯মে রবিবার রানীশংকৈল উপজেলার নেকমরদ গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইজারাদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভূমি  প্রীতম সাহা |
একই ভাবে হরিপুর উপজেলার জাদুরানি গরুর হাট ইজারাদার অবৈধভাবে অতিরিক্ত টোল আদায় করে যাচ্ছেন নিজ দাপটে | সামনে ঈদ আর  একদিকে দেশে মরণঘাতী মহামারী করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর সংক্রমণে সাধারণ মানুষ আজ বিপদগ্রস্ত|এ প্রস্তুতিতে ক্ষমতা ও দাপটের সাথে অবৈধভাবে অতিরিক্ত আদায় করে যাচ্ছেন জাদুরানি হাট ইজারাদার | ক্রেতারা জানিয়েছেন এর আগে প্রতি গরুর লেখাই ২৩০ টাকা ছিল,হঠাৎ করে হাটের ইজারাদার ২৩০ টাকার ক্ষেত্রে ৩২০ টাকা প্রতিটি গরুর লেখায় বাবদ আদায় করছেন | ক্রেতা-বিক্রেতারা বলেন সরকারি ভাবে লেখায় রশিদের মূল্য ধার্য করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি |