ঠাকুরগাঁও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ আনোয়ার হোসেন ,হরিপুর উপজেলা প্রতিনিধি: (ঠাকুরগাঁও) হরিপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২,০১ টা মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মাতৃভাষা দিবসের কর্মসূচী শুরু হয় । শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম ও প্রসাশনের কর্মকর্তা গন, পুষ্পমাল্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা গন, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠন এর নেতা কর্মীবৃন্দ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ।
সকাল ১০ টায় আলোচনা সভায় মহান শহীদ পাদদেশে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশ গ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম, মোঃ জামাল উদ্দিন সদস্য, জেলা পরিষদ ঠাকুরগাঁও, মোছা সাবিনা ইয়াসমিন রিপা সদস্য, জেলা পরিষদ ঠাকুরগাঁও, বীর মুক্তিযোদ্ধা মোঃ সেলিম রেজা তালুকদার, কৃষি অফিসার মোহ নঈমুল হুদা, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ রায়হানুল, মিঞা  এসময় আরোও উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, সামাজিক সংগঠন সহ বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত   ছাত্র -ছাত্রী গন।

আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,  দিবসে মহান শহীদ আত্মার মাগফেরাত কামনা করে দিনের কর্মসূচী শেষ হয়।