ডোমারে-পিএসসি’ পরিক্ষার ১ম দিনেই অনুপস্থিত ৩২২জন পরিক্ষার্থী!!

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ- নীলফামারী জেলার ডোমার উপজেলায় ১৫৩টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ৫ম শ্রেণীর সমাপণী পরীক্ষা পিএসসিতে অংশগ্রহণ করেছে।১৭টি কেন্দ্রে উপজেলার মোট ৭হাজার ২শ পরীক্ষার্থীর পরীক্ষা দেয়ার কথা থাকলেও  আজ রবিবার প্রথম দিনের ইংরেজী পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩২২ জন পরীক্ষার্থী।
পিএসসি পরীক্ষা সম্পর্কে চিলাহাটি মার্চেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক জানান, আমার কেন্দ্রের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পুর্ণ হয়েছে। এখানে প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার মোট ৭শ ২৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা ৫৫জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় এখন ৬শ ৬৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ডোমার উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান মন্ডল পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানান, প্রথম পরীক্ষায় কোন সমস্যার সৃষ্টি হয়নি। আশা করছি বাকী গুলোতেও তেমন সমস্যা হবে না।
প্রসঙ্গতঃ- সারাদেশের মত ডোমার উপজেলায় ১৫৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪টি এবতেদায়ী মাদ্রাসার প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষা আজ ২০নভেম্বর শুরু হয়েছে। এতে প্রাথমিক বিদ্যালয়ের ২শ ৪১জন এবং এবতেদায়ী মাদ্রাসার ৮১জন পরীক্ষার্থী ১ম দিনের ইংরেজি পরীক্ষায় অংশগ্রহণ করেনি।