ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন

মোঃ নাজমুল আলম, ডোমার (নীলফামারী): ডোমারে সারাদেশের ন্যায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেলে ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ রায়হান বারীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ হাসিবুর রহমান, বিশেষ অতিথি  উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এ এইচ রেজওয়ানুল করিম, কিশোরগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা আবু শফি মাহমুদ,ডিমলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রাশেদুজ্জামান,সিভিল সার্জন কার্যালয়ের (mocs)আব্দুল্লা আল মামুন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র গাইনী কনসালটেন্ট ফারজানা আফরিন,জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিকস ডা: মোহাম্মদ হযরত আলী, আবাসিক মেডিকেল অফিসার রুখসানা আফরোজ, মেডিকেল অফিসার কামরুল ইসলাম নোবেল, স্যানেররী ইন্সপেক্টর আলামিন রহমান,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সারাদেশের ন্যায় ১২ জেলার ২০ টি উপজেলার মধ্যে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জায়িদ মালেক। বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পযন্ত চিকিৎসকরা সরকারি ফি নিয়ে রোগী দেখতে পারবেন, ও বিভিন্ন প্যাথলজিকাল পরীক্ষা,নিরীক্ষা করতে পারবেন,এবং মেডিকেল ভর্তি রোগীরাও সেই ফি দিয়ে সেবা নিতে পারবেন।প্রথম দিন ডা: নাহিদা তাসনিনের,কাছে সেবা নেন সুজন রায়,বামুনিয়া,ডা: কামরুল ইসলাম নোবেলের কাছে চিকিৎসা নেন বামুনিয়া বারবিশা গ্রামের  শিশু রোগী আদরী।