ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ছয় ঘণ্টা যানজট থাকার পর মঙ্গলবার রাত ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, রাতে বাঐখোলা এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি মহাসড়কে বিকল হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তিনি আরো জানান, রাত ১০টার দিকে রেকার দিয়ে কাভার্ডভ্যান সরিয়ে নিলেও যানজট থেকে যায়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। রাত ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।