তবে দেশের টানে আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি

ক্রীড়া ডেস্ক : কোপা ব্যর্থতার কারণে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন লিওনেল মেসি। তবে দেশের টানে আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। তাই পুরো দলের চেয়ে ২৯ বছর বয়সি মেসিকেই বেশি কৃতিত্ব দিতে চান উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ।

বিশ্বকাপ বাছাইয়ে মহাদেশীয় প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে এক গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। তাই মাত্র এক গোলের এই জয়ে স্বাগতিক পুরো দলের প্রশংসা করতে রাজি নন উরুগুয়ে কোচ। আন্তর্জাতিক ফুটবলে মেসির প্রত্যাবর্তনের ম্যাচটিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাবারেজ বলেন, ‘আর্জেন্টিনার আক্রমনের মূল উৎস মেসিকে ঘিরে। সে এমন একজন খেলোয়াড় যাকে আপনি ঠিক ব্যাখ্যা করতে পারবেন না। মেসি সব কাজ দেখে আপনি কেবল প্রশংসাই করতে পারবেন। দারুণ অভিজ্ঞতা নিয়ে আর্জেন্টিনা দলে বেশ কিছু খেলোয়াড় রয়েছে। ফিফার ঘোষণায় তারা বিশ্বের সেরা দল। আমি নিজেও এর সঙ্গে একমত। তাদের দলে অসাধারণ লেভেলের ফুটবলার মেসি রয়েছেন। আমরা জানতাম আর্জেন্টিনার বিপক্ষে আমাদের ম্যাচটি বেশ কঠিন হবে। তবে প্রতিপক্ষ পুরো দল সেভাবে আক্রমন শানাতে না পারলেও মেসি দারুণ ছিল।’