তেরখাদায় করোনা প্রতিরোধে আলোচনা সভা ও ইফতার বিতরণ

নড়াইল প্রতিনিধি: করোনা ভাইরাসের কঠিন সময়ে তেরখাদা ইউনিয়নের রামমাঝি এলাকায় কর্মহীন পরিবারের মাঝে ইফতার বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় রামমাঝি পল্লী সমাজের উদ্যোগে ওই এলাকার ১৫টি পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়। করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে ইফতারসামগ্রী পেয়ে খুশি হন তারা।

এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে ‘মানবতার দেয়াল’ উদ্বোধন করেন পল্লী সমাজের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন-ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠসংগঠক লিপি বিশ্বাস, পল্লী চিকিৎসক নজরুল ইসলাম, রামমাঝি পল্লী সমাজের সভাপ্রধান সালেহা বেগম, সদস্য সাবিনা বেগম, খুরশিদা বেগম, রাজিয়া খানম, মিম্মি খাতুনসহ অনেকে।