ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করুন ডিমের খোসা

ডিমের সকল অংশই খাদ্যপোযোগী। পুষ্টিগতভাবে ডিম প্রোটিন ও কোলিনের উৎকৃষ্ট উৎস। যদিও ডিমের খোসা সাধারণত বাদ দেয়া হয়। কিন্তু ডিমের খোসা রূপচর্চায় বেশ কাজে লাগে। আবাক করা হলেও সত্যি যে ত্বক উজ্জ্বল করতে ডিমের খোসা বেশ কার্য করি। ডিমের খোসা ত্বকের মরা চামড়া দূর করে উজ্জ্বল ও সুন্দর করে।

এর আরো অনেক ব্যবহার আছে। কীভাবে ডিমের খোসা রূপচর্চায় ব্যবহার করবেন জেনে নিন-

  • একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক বা দুটো ডিমের খোসা ভালো করে গুঁড়া করে মিশিয়ে নিন। এবার ওই প্যাক মুখমণ্ডলে ১৫ মিনিটের মতো লাগিয়ে রাখুন। এবার উষ্ণ গরম পানি দিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। এর ফলে ত্বকের কালচে ভাব কেটে যাবে। ত্বক হয়ে উঠবে উজ্জ্বল। এই প্যাক সপ্তাহে ২ বার ব্যবহার করুন তার বেশি নয়।
  • ডিমের খোসা কুসুম গরমপানি দিয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে খোসা চূর্ণ করে পাউডার তৈরি করুন। কয়েক ফোঁটা লেবুর রস, ১ চা চামচ মধু ও দুধের সর মেশান ডিমের খোসার পাউডারের সঙ্গে। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার মাইল্ড ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করে হালকা করে মুছে নিন। এর পর ব্রাশ দিয়ে পাতলা আবরণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে স্ক্রাব করে উঠিয়ে ফেলুন। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।
  • এছাড়াও ফেসওয়াশের মতোও এটি ব্যবহার করতে পারেন। ১ চা চামচ ডিমের খোসার পাউডার ও ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসওয়াশের মতো ব্যবহার করুন। এতে ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি জৌলুস বাড়বে।