দাঁত পরিষ্কার রাখলে কমতে পারে করোনার প্রভাব: গবেষক

যখন ফুসফুসে পৌঁছে যায় করোনা ভাইরাস, তখন তার প্রভাব গুরুতর হয় উঠে।

সম্প্রতি ‘ওরাল মেডেসিন অ্যান্ড ডেন্টাল রিসার্চ’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণা বলছে, মাউথওয়াশে এমন কিছু পদার্থ থাকে যেগুলো কোভিডের সংক্রমণ কম করতে পারে। মুখ থেকে ফুসফুসে পৌঁছনোর আগেই ভাইরাসকে নিস্তেজ করে দেওয়া সম্ভব, যদি আপনি নিয়মিত দাঁত পরিষ্কার রাখেন।

গবেষণা অনুযায়ী, যাদের দাঁত দিয়ে রক্ত পরার সমস্যা রয়েছে, তাদের রক্তের মাধ্যমে ভাইরাস অনেক তাড়াতাড়ি মুখ থেকে ফুসফুস পর্যন্ত পৌঁছে যায়। প্রমাণ পাওয়া গিয়েছে যে, নিঃশ্বাসের তুলনায় রক্তের মাধ্যমে অনেক তাড়াতাড়ি ফুসফুসে আক্রমণ করছে ভাইরাস।

গবেষণা আরও জানা যায়, যাদের দাঁতে খাবার জমে জমে নোংরা এটা স্তর পড়ে যায়, তাদের ক্ষেত্রেও ভাইরাস মুখ থেকে ফুসফুস পৌঁছে যাচ্ছে আরও দ্রুত। তাই দাঁত মাজা এবং মাউথওয়াশ ব্যবহার করার, নিয়মিত ফ্লস করার মতো সাধারণ অভ্যাসগুলি আপনার শরীরে কোভিডের প্রভাব কম করতে পারে।