দিনাজপুরে ঝোপের মধ্যে এক নবজাতক পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর : দিনাজপুরে ঝোপের মধ্যে এক নবজাতক পাওয়া গেছে।  এই নবজাতক শিশুকে দত্তক নেওয়ার জন্য ২৫ জন আবেদন করেছেন।

তবে পুলিশ জানিয়েছে আইন মোতাবেক শিশুটিকে নিঃসন্তান দম্পত্তির হাতে দত্তক হিসেবে দেওয়া হবে।

রোববার রাতে দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকার পুকুরের পাশের এক ঝোপে নবজাতকের কান্না শুনে এলাকার তরুণ আহনাফ হাবিব (অর্নব) সদ্যজাত মেয়ে শিশুকে কাপড়বিহীন অবস্থায় তীব্র শীতে মধ্যে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ইনডোরের মেডিক্যাল অফিসার হালিমা সরকার ও শিশু বিভাগের ইনচার্জ নার্স বিলকিস আরা জানান, শিশুটি ভালো আছে। তাকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে নবজাতক উদ্ধারের খবর পেয়ে ২৫ জন দম্পতি তাকে দত্তক হিসেবে গ্রহণের জন্য আবেদন করেছেন। উদ্ধারকারী তরুণ আহনাফ হাবিবের মা মনোয়ারা হক শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিম জানান, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য ইতিমধ্যে ২৫ জন আবেদন করেছেন। আইন অনুযায়ী নিঃসন্তান দম্পত্তির কাছে শিশুটিকে দেওয়া হবে।