দুদকের হাতে ট্রেনের তিন দালাল আটক

দুর্নীতি দমন কমিশন (দুদক) এক দালাল ও তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে। টিকেট কালোবাজারি এবং অবৈধভাবে রেলের জমি ভাড়া দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ অভিযানের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম মঙ্গলবার অভিযান চালায়। অভিযানে দুদক টিম যাত্রী সেজে টিকিট কালোবাজারিদের কাছ থেকে দুইটি টিকিট উদ্ধার করে। এ সময় একজন দালাল ও তার দুই সহযোগীকে আটক করা হয়। তাদের স্টেশন মাস্টারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুদকের টিম টিকিট কালোবাজারিতে বুকিং সহকারী, স্টেশন মাস্টার ও দালাল চক্রের পরস্পর যোগসাজশের প্রমাণ পেয়েছে।