দেশের বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণ কাজ শতকরা ৯৩ ভাগের বেশি শেষ

দেশের বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণ কাজ শতকরা ৯৩ ভাগের বেশি শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নদী শাসন কাজের অগ্রগতি শতকরা ৮৩ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫.৫ ভাগ বলে জানান তিনি। আজ রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন। এ সময় তিনি বিআরটিসি ও বিআরটিএ’র সিলেট জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

ওবায়দুল কাদের আরও জানান, গতকাল শনিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে।

মন্ত্রী বলেন,আগামী বছর জুন মাসে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সরকার এ সেতুকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে গুরুত্ব দিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।