দেশে মানবাধিকার লংঘনের প্রতিযোগিতা চলছে

নিজস্ব প্রতিবেদক : দেশে মানবাধিকার লংঘনের প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।     শনিবার সকালে বিশ্ব মানবাধিকার দিবস-২০১৬ উপলক্ষে হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টারের আয়োজনে র‌্যালি-পূর্ববর্তী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। র‌্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব গিয়ে শেষ হয়।     রিয়াজুল হক বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘনের চরম প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় সবার ঊর্ধ্বে রয়েছে খোদ রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা বাহিনী।     তিনি বলেন, দেশে অহরহ বিচার-বহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, শিশু নির্যাতন ও পাচারের ঘটনা ঘটছে। বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র হুমকির মুখে রয়েছে।     সমাবেশে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস সাপোর্ট সেন্টারের চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাদা আল আমিন কবীর, ভাইস চেয়ারম্যান আবু তাহের মোহাম্মদ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক শাহ মুহাম্মাদ মাহফুজুল হক চৌধুরী, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান লিটন প্রমুখ।