দৌলতপুরে ওএমএস এর চাওল বিক্রয় কার্যক্রম উদ্বোধন   

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইমরুল হাসান আজ দুপুর ০২ঃ০০ ঘটিকার সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আতোয়ার রহমান এর তত্ত্বাবধানে খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস এর চাওল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। সরকারের এ উদ্যোগ-কে নিম্ন আয়ের জনগোষ্ঠীর মানুষ সাদুবাদ জানিয়েছেন।
খাদ্য শস্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে ওএমএস এর চাউল নিতে আসা মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তি সরকারের এ কার্যক্রমের প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস এর চাউল বিক্রয় কার্যক্রম বাজারমূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করবে। এস এম আতোয়ার রহমান এর তত্ত্বাবধানে থাকা ওএমএস এর দোকান নিকটবর্তী হওয়ায় চাউল সংগ্রহ করে উপকৃত হয়েছেন বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা খাদ্য অধিদপ্তর এর ওসি এল,এস,ডি জনাব মোঃ আনিসুর রহমান এবং  খাদ্য নিয়ন্ত্রক জনাব ফারহানা আক্তার সহ আরো অনেকে।
উপস্থিত কর্মকর্তারা জানান, খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস এর চাউল বিক্রয় কার্যক্রম শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন সকাল ৯-টা হতে  বিকেল ৫-টা পর্যন্ত চালু থাকবে। এ সময়, সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতি কেজি ৩০-টাকা দরে একজন ব্যাক্তি সর্বোচ্চ ৫-কেজি চাউল সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়।