নতুন ইসি সুষ্ঠু নির্বাচন করবে

নিজস্ব প্রতিবেদক : ভবিষ্যত নির্বাচন কমিশনকে (ইসি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো সুষ্ঠু নির্বাচন করার পরামর্শ দিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

রোববার বিকেলে নির্বাচন কমিশনের নতুন ভবনে প্রথম দিন অফিস করার সময় ভবিষ্যত নির্বাচন কমিশনের উদ্দেশে এ পরামর্শ দেন সিইসি।

কাজী রকিবউদ্দিন বলেন, ‘নির্বাচনী পরিবেশে সুবাতাস বইছে। পরে যে নির্বাচন কমিশন আসবে তারা আমাদের মতো হবে। নারায়ণগঞ্জে যেভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে তা অব্যাহত থাকবে। আগামীতেও সুষ্ঠু নির্বাচন হবে এ দেশে।’

নির্বাচন কমিশনের নতুন ভবন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা এতদিন অন্যের বাড়িতে ছিলাম। এখন আমরা নিজেদের বাড়িতে এসেছি। আশা করছি, ভবনের কাজ কিছুদিনের মধ্যে শেষ হবে।’

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদে সব নির্বাচন নিয়ে কম-বেশি সমালোচনা হয়েছে। তবে ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে করে সবার প্রশংসা কুড়ায় বর্তমান কমিশন।

সম্প্রতি শেরে বাংলা নগরস্থ পরিকল্পনা কমিশন চত্ত্বরের কার্যালয় থেকে আরগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানান্তরিত হয়েছে নির্বাচন কমিশন। রোববার সেখানে প্রথম অফিস করেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার।