নরসিংদীতে পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে পুকুরের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার আখালিয়াস্থ ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পুকুরে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- আখালিয়া গ্রামের উত্তরপাড়ার বোরহান মিয়ার মেয়ে আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার (১০) ও একই গ্রামের মেহেদী হাসানের ছেলে ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্লে-গ্রুপের ছাত্র সামুন হাসান (৬)।

স্থানীয়রা জানায়, ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্লে-গ্রুপের ছাত্র সামুন হাসান ও আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার স্কুল ছুটির পর দুপুরে স্কুলের পুকুর পাড়ে গিয়ে খেলাধুলা করছিল। এ সময় সামুন হাসান পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য পানিতে নামে হাবিবা আক্তার। এক পর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলজার হোসেন বলেন, স্কুলের কিন্ডারগার্টেন শাখার ছুটির পর সবার অগোচরে পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটেছে। এতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।