নরসিংদীতে বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাতে শহরের বীরপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর বীরপুর মহল্লার মিনহাজুল আবেদীন ওরফে রিজভী (২৪), হাজীপুর মৌলভীপাড়ার আমির হোসেন (২২), হাজীপুর সওদাগর পাড়ার মো. মুন্না (২২) ও হাজীপুর গ্রামের আব্দুর রশিদ মিয়া (২০)।

এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের বীরপুর মহল্লায় অভিযান চালায়।

অভিযানে প্রথমে রিজভীকে তার বাড়ি থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুয়াযী আরও তিন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গুলিসহ আরও দুটি বিদেশি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা-ে জড়িত বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।