নাটোরে এক সপ্তাহের লকডাউন শুরু

নাটোর জেলার নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভায় আজ বুধবার (৯ জুন) সকাল ৬টা থেকে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে।

নাটোর শহরের প্রবেশের ৪টি পথ বন্ধ করে দিয়েছে পুলিশ। হাসপাতালগামী এবং সবজির ও মাছের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন নাটোর শহরে প্রবেশ করতে দেয়নি পুলিশ। এ ছাড়া বিপণিবিতানসহ মার্কেটগুলো বন্ধ রয়েছে। শহরজুড়ে চলছে পুলিশের টহল।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, এই ৭ দিন জনসাধরণকে বাসায় রাখতে পারলে সংক্রমণ কমে আসবে।

অপরদিকে লকডাউনের প্রথম দিনে নাটোরে সংক্রমণের হার ৬২ ভাগ থেকে কমে ২৬ ভাগে এসেছে। এ ছাড়া নাটোরগামী দূরপাল্লার বাসগুলোর যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করছে হাইওয়ে পুলিশ।