নারায়ণগঞ্জে কনস্টেবল আরিফ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কনস্টেবল আরিফ হত্যার প্রধান আসামি মো. হারুনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২।

জানা গেছে, গত বছরের ৩ আগস্ট সাড়ে চারটার দিকে সোনারগাঁও থানা পুলিশের একটি দল নিয়মিত কাজের অংশ হিসেবে রাইজদিয়া এলাকায় যান। এ সময় মাদক ব্যবসায়ী আবদুল মতিন পুলিশ দেখে দৌড়ে পানিতে ঝাঁপ দেয়। পুলিশ এতে সন্দেহ করে ও তাকে ধরতে কনস্টেবল আরিফুর রহমান পানিতে নামেন। এ সময় আবদুল মতিনের এলাকার লোকজন এসে আরিফকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।

এ সময় ঢিলের আঘাতে আহত হন কনস্টেবল আরিফ। পরে তিনি পুকুর থেকে তীরে উঠে জীবন বাঁচানোর চেষ্টা করলে স্থানীয়দের গণপিটুনিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ওই দিনই সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়ার এএসপি রবিউল ইসলাম জানান, সোনারগাঁও থানায় কনস্টেবল আরিফ হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।