নারী বান্ধব পরিবহন নিশ্চিত করতে ডিমলায়- শ্রমিক সংগঠনের সাথে পল্লীশ্রী’র সভাঁ

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃনীলফামারীর ডিমলায় অর্থনৈতিক কাজে রি-কল প্রকল্পভূক্ত নারীর সফল অংশগ্রহণের জন্য অক্সফামের সহযোগীতায় ও পল্লীশ্রী-রি কলের আয়োজনে নারী বান্ধব পরিবহন নিশ্চিত করার লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সাথে উৎপাদক দলের সদস্যদের এক গুরুত্বপুর্ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গোধুলী লগনের সময় ডিমলা উপজেলা পল্লীশ্রী-রি-কল ইউনিট অফিসে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায়  উপস্থিত বক্তাগনন- নারী বান্ধব পরিবহন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার অটোবাইক,ব্যাটারী চালিত ভ্যান,নসিমন-করিমন,পাগলু, বাসসহ সকল ধরনের গনপরিবহনের চালকদের প্রতি তাদের স্ব-স্ব যানবাহনে অন্যান্য যাত্রীদের পাশা-পাশি নারীদের যেনো কোন রকমের সমস্যা না হয় সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানান।
সভাটিতে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের-সহ সভাপতি জনাব মাহাবুব ইসলাম, অটো শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভাপতি ইউসুফ আলী, ডিমলা থানার এসআই- ফেরদৌসী বেগমসহ-উপজেলার ১০টি ইউনিয়নের সিবিও‘র নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও উপজেলা পল্লীশ্রী-রি-কল ইউনিটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দগন।