নারী শ্রমিকদের নিয়ে সম্মেলন বুধবার

নিজস্ব প্রতিবেদক : নারী শ্রমিকদের সমতা ও মর্যাদার দাবিতে সম্মেলন করতে যাচ্ছে নারী শ্রমিক কণ্ঠ নামে একটি সংগঠন।

আগামী বুধবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের শ্রমশক্তির একটি বিশাল অংশ জুড়ে যে শ্রমজীবী নারীরা আছেন, তারা দেশের অর্থনীতির উন্নয়নের বুনিয়াদি। আবার তারা সমাজ পরিবর্তনের অংশীদারও। দুঃখের কথা তাদের পরিচর্যা ও সুযোগ-সুবিধাগুলো বরাবরই উপেক্ষিত থাকছে।

তাই আগামী বুধবার সকাল ১০টায় নারী শ্রমিকদের সমতা ও মর্যাদার দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নারী শ্রমিক সম্মেলন পালন করা হবে।

সংবাদ সম্মেলনে ছিলেন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লীমা ফেরদৌস, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শামিম আরা, জাতীয় নারী শ্রমিক জোটের সভাপতি উম্মে হাসান ঝলমল প্রমুখ।