নালিতাবাড়ীতে নগদ ঘুষ গ্রহনের সময় ভূমি কর্মচারী আটক

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রুহুল আমিন (৩৫) নামে এক কর্মচারী কে আজ রবিবার দুপুরে নগদ ঘুষ গ্রহনের সময় হাতে নাতে ৪৯ হাজার ৩১৫ টাকা হাজার টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদক ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের লিননী চিরান (৫৫) নামে আদীবাসী মহিলা খারিজ ভাংঙ্গার জন্য দীর্ঘদিন যাবৎ ভূমি অফিসের রহুল আমিনের সাথে যোগাযোগ করে যাওয়া আসা করছিল। এ বাবদ ওই আদাবাসী মহিলা ইতি পূর্বে তাকে ৪০ হাজার টাকা দিয়েছিল। কিন্তু কোন ভাবেই খারিজ ভাংঙ্গার কাগজপত্র পাচ্ছিল না। কাগজ পেতে আজ আরো ২০ হাজার টাকা নিয়ে আসতে বলে ওই কর্মচারী। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নগদ ২০ হাজার টাকা আরো তার কাছে থাকা ২৯৩১৫ টাকা মোট ৪৯ হাজার ৩১৫ টাকাসহ রহুল আমিন কে আটক করে দুদক কর্মকর্তারা। এব্যাপরে থানায় মামলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, দুদকের বিভাগীয় পরিচালক মোঃ নাছিম আনোয়ার, দুদকের টাংাগাইল, জামালপুর, শেরপুর সমন্বিত উপপরিচালক তৌফিকুল ইসলাম, নালিতাবাড়ীর সহকারী ভূমি কশিশনার জেবুন নাহার শাম্মী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রমুখ।