নাসিরনগরে হামলা : ইউএনও-ওসির অপসারণ দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে নাসিরনগরের ইউএনও ও ওসির অপসারণ দাবি করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাসিরনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহম্মেদ ও থানার ওসি আব্দুল কাদেরের অপসারণের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতোগুলো মন্দিরে হামলা হলো, অথচ প্রশাসন কিছু করতে পারল না। সঠিক সময়ে ব্যবস্থা নিলে এ হামলা ঠেকানো যেত।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম বলেন, ‘হামলা ভাঙচুরে জড়িত অনেককেই আমরা চিহ্নিত করছি। এ সব ঘটনায় পাঁচটি মামলার প্রস্তুতি শেষ হয়েছে। ক্ষতিগ্রস্তদের ডেকে এনে মামলা দায়েরের চেষ্টা করা হচ্ছে। মামলা করতে তারা এতে আগ্রহ প্রকাশ করছে না। এক্ষেত্রে তারা বাদী না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’

তিনি আরো বলেন, রাতে ওইসব এলাকায় শতাধিক পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি স্বাভাবিক আছে।

১২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী বলেন, পরিস্তিতি এখন শান্ত। তারপরও আমরা সেখানে এক প্লাটুন বিজিবি মোতায়েন রেখেছি।

প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার গুজবে নাসিরনগরে গত রোববার হিন্দু সম্প্রদায়ের অন্তত ১৫টি  মন্দির ও বহু বাড়িঘরে হামলা-ভাঙচুরের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুট হয়।