নির্বাচনে যে পর্যায়ে বিঘ্ন ঘটবে সেখানেই ভোট বন্ধ: ইসি রাশেদা সুলতানা

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আচরণবিধি পালনের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ গড়ে উঠবে তবে যদি নির্বাচনী পরিবেশ গড়ে না উঠে যদি মনে হয় ভোটে বিঘ্ন হচ্ছে, তাহলে যে পর্যায়ে বিঘ্ন ঘটবে, সেই পর্যায়েই ভোট বন্ধ করা হবে 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) চাঁপাইনবাবগঞ্জ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন 

উপনির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে ইসি সবধরনের ব্যবস্থা নিয়েছে জানিয়ে ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, শঙ্কার কোন কারন নেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা হয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে কাজ করবে তারা সচেষ্ট থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনভাবেই বিঘ্ন না ঘটে নির্বাচন বন্ধ হওয়ার মতো পরিস্থিতি যাতে কোনভাবে তৈরি না হয় আমরা আশা করি, সুষ্ঠ নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন হবে 

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ফরহাদ আহমেদ খান, চাঁপাইনবাবগঞ্জ আসনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, চাঁপাইনবাবগঞ্জ আসনের রিটার্নিং কর্মকর্তা রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা  

চাঁপাইনবাবগঞ্জ আসনের উপনির্বাচনে অংশ নেয়া প্রার্থী উপস্থিত ছিলেন এর আগে সকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ আসনের নির্বচনের প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন