নীলফামারীতে ইসলামী আন্দোলনের সমাবেশের অনুমতি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সমাবেশে অযাচিত হামলা ও তাৎক্ষণিক প্রশাসনিক অনুমতি বাতিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বিকেলে শহরের ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নেতাকর্মীরা।
এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি আলহাজ্ব ইয়াছিন আলী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,’ আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি করি। বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ আয়োজন করা হয়। আমরা যথা নিয়মে সমাবেশ সম্পর্কে প্রশাসন কে অবহিত করা সত্ত্বেও সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও সরকার দলীয় স্থানীয় নেতাদের অনৈতিক হুকুমে হঠাৎ করে প্রশাসন আমাদের সমাবেশ বাতিল করেছে, যা সংবিধান পরিপন্থী। প্রশাসনের সাথে বার বার যোগাযোগ করার পরেও প্রশাসন আমাদেরকে সমাবেশ করার অনুমতি না দিয়ে নাগরিক অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে।’
সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছগির আলম মিঠু ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মুহাম্মদ মামুন ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ মাইমুন ইসলাম (মিঠুন), ইসলামি আন্দোলন বাংলাদেশ নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ মোস্তাকিম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।