নীলফামারীতে প্রধানমন্ত্রীর ভূমি ও গৃহ প্রদানের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আল-আমিন, নীলফামারী: মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ভূমিহীন ও গৃহহীনের মাঝে ২০ জুন রবিবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভূমি ও গৃহ প্রদানের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই দিন সারা দেশের ন্যায় নীলফামারীতে ২য় পর্যায়ে ১২৫০ জন ভূমিহীন ও গৃহহীনের মাঝে মুজিববর্ষের ঘর প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।
শুক্রবার (১৮ জুন/২১) বিকালে জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আকতারসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ্যঃ ২য় পর্যায়ে নীলফামারী জেলায় ১২৫০ টি ঘরের মধ্যে সদর উপজেলায় ২২০ টি, সৈয়দপুর উপজেলায় ৬০ টি, কিশোরগঞ্জ উপজেলায় ১৭০ টি,ডোমার উপজেলায় ৩০০ টি,ডিমলা উপজেলায় ২০০ টি ও জলঢাকা উপজেলায় ৩০০ টি গৃহ পাবে ভূমি ও গৃহহীন পরিবার।