নীলফামারীতে মসজিদ-উদ তাকওয়া সৌসাইটি ধানমন্ডি’ উদ্দ্যেগে শীতবস্ত্র বিতরণ

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে মসজিদ -উদ তাকওয়া সৌসাইটি ধানমন্ডি, ঢাকা এর সহযোগিতায় অসহায় দরিদ্র এবং দুঃস্থ শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম।

ডোমার মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবন মাঠে উপজেলার বিভিন্ন এলাকার ২ শত জন পুরুষ এবং মহিলা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় ডোমার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, সহকারী অধ্যাপক আবু ফাত্তাহ কামাল পাখি, মহিউদ্দিন আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, মসজিদ -উদ তাকওয়া সৌসাইটি ধানমন্ডি, ঢাকার সহযোগিতায় নীলফামারী ও পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় ডোমার উপজেলার বিভিন্ন এলাকার ২শত জন অসহায় দরিদ্র, এবং দুঃস্থ্য শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।