নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আল-আমিন,  নীলফামারী: নীলফামারীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আট কেজি গাঁজা সহ ( আনুমানিক মূল্য তিন লক্ষ বিশ হাজার টাকা)  মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন (৩২) পিতা মৃত মনতাজ আলী ও মোঃ আলতাফুজামান(২৭), পিতা মোঃ তাজউদ্দীন কে গ্রেফতার করা হয়েছে ও এক জন মাদক ব্যবসায়ী পালাতক রয়েছে।
২৯শে জুন রবিবার ডিএনসির পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে সৈয়দপুর
উপজেলার ওয়াবদা মোড়ে চট্টগ্রাম থেকে পঞ্চগড় গামী হানিফ এন্টারপ্রাইজে যাত্রীবাহী বাসে তল্লাশি করে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন (৩২) পিতা- মৃত মনতাজ আলী, লালমাই,  কুমিল্লা জেলায় বাসিন্দা ও মোঃ আলতাফুজ্জামান(২৭) পিতা মোঃ তাজউদ্দীন, আটোয়ারী থানার পঞ্চগড় জেলার বাসিন্দা।
জানতে চাইলে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, আসামীর বিরুদ্ধে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)  ধারায় সৈয়দপুর থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।