নীলফামারীতে-মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই শুরু ৭ই জানুয়ারী

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ দেশের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সম্প্রতি দেশব্যাপী উপজেলা, জেলা ও মহানগর পর্যায়ে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী নীলফামারী জেলার ছয় উপজেলার যাচাই বাছাই ২০১৭ সালের ৭ জানুয়ারী থেকে শুরু করবে। এ যাচাই বাছাই চলবে আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত। নীলফামারী জেলায় মোট গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা রয়েছে ৮১০ জন। জেলার সদর উপজেলায় ৭ই জানুয়ারী, সৈয়দপুর উপজেলায় ১৪ই জানুয়ারী, জলঢাকা উপজেলায় ২১শে জানুয়ারী, ডোমার উপজেলায় ২৮ই জানুয়ারী, ডিমলা উপজেলায় ৪ই ফ্রেবুয়ারী ও কিশোরগঞ্জ উপজেলায় ৭ই জানুয়ারী বলে জানা গেছে। নীলফামারী জেলায় মোট গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা রয়েছে ৮১০ জন।
জানা গেছে, বার বার উদ্যোগ নেওয়ার পরও মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কাজের অগ্রগতি থেমেই থাকে। ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বর দখলদারদের হাত থেকে যারা ছিনিয়ে এনেছিল লাল সবুজের বিজয়ের পতাকা দেশ মাতৃকার স্বাধীনতা। রাজনৈতিক পালা বদলের ফলে আজও সেসব মুক্তিযোদ্ধারা তালিকার আশায় পথ চেয়ে বসে আছে এ থেকে এবার জেলাবাসী আশা করছে, এবার জেলার তালিকা যাচাই বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হবে। দেশে বার বার সরকার পরিবর্তন ও রাজনৈতিক পট পরিবর্তনের ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা আজও স্বীকৃতিসহ তালিকাভুক্ত হয়নি এবং অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের তালিকায় নানা প্রশ্ন সহ বিতর্কিতরা স্থান পেয়েছে বলেও অনেকের অভিযোগ। এ ব্যাপারে নীলফামারী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক এই প্রতিবেদককে জানান, মুক্তিযোদ্ধাদের মধ্যে আজও অনেকেই ভুমিহীন,অস্বচ্ছল,দারিদ্র!
কেউ কেউ রিকশা চালিয়ে আবার কেউ কেউ বিনা চিকিৎসায় এবং খাদ্যের অভাবে জিবিকা নির্বাহের জন্য এখনও মানুষের দ্বারে দ্বারে ঘুরছে! রাজনৈতিক পট পরিবর্তনের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভুক্তি থেকে পিছিয়ে গেছে। আশা করছি এবারের অত্যন্ত নিখুঁতভাবে তালিকা যাচাই বাছাই করে সঠিকভাবে নাম প্রকাশ করা হবে।