নীলফামারীতে রাতের অন্ধকারে জমি দখল অতর্কিত হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আল-আমিন,নীলফামারী: নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নির্দেশে রাতের অন্ধকারে জমিদখল অতর্কিত হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মোঃ মশিউর রহমান শাহ ফকির (৪০)। সে ওই ইউনিয়নের মৃত উমর আলী শাহ ফকিরের ছেলে।
মঙ্গলবার  (২৭ সেপ্টেম্বর/ ২০) দুপুরে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
তিনি বলেন, সদর উপজেলার সিংদই মৌজার ৫৬ জে.এলে সি.এস ৭০৪,এস.এ ৮০২ এবং বি.এস ১১৭৮ খতিয়ানে পর্যায়ক্রমে ২১৮৯, ২১৮৯,৪৮৫৮ দাগে মোট ৫.৬১ একর জমি বাপ দাদার পৈত্রিক সূত্রে দীর্ঘ দিন যাবৎ ভোগদখল করছি। ভোগদখল করাবস্থায় বি.এস রেকর্ড আমলে কিছু অংশও ভ্রমাত্মক ভাবে অন্য ব্যক্তির নামে রেকর্ড হওয়ায় আমি ও আমার পরিবারের অন্যান্য সদস্যগণ মাননীয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নীলফামারীতে একটি রেকর্ড সংশোধন মামলা করি।যার মামলা নং- ল্যান্ড সার্ভে ১০৯৪/ ২১।যা বর্তমানে আদালতে বিচারাধীন আছে।মামলার বিষয়ে স্থানীয় কুচক্রী ব্যক্তিবর্গ জানতে পেরে উক্ত বৃত্ত্ব বেদখল করার ষড়যন্ত্র করতে থাকেন।
এরই ধারাবাহিকতায় গত সোমবার ২৬/০৯/২০২২ ইং তারিখে আনুমানিক ভোর পাঁচটার সময় স্থানীয় অজ্ঞাত ব্যক্তি বর্গের হুকুমে এলাকার মৃত- আব্দুল কুদ্দুস আলী শাহ ফকিরের ছেলে মোঃ রুহুল আমিন শাহ ফকির (৫৫), মোঃ আশরাফ আলী শাহ ফকির(৫৩),মোঃ ওয়াদুদ আলী শাহ ফকির (৫১)মোঃ ওয়াজেদ আলী শাহ ফকির(৫১), মোঃওয়াহেদ আলী শাহ ফকির (৩৬), মৃত হাফিজ আলী শাহ ফকিরের ছেলে  মোঃ মোশারফ (৫০), মোঃ খসরু মামুদ (৪৫), তৈয়ব আলী শাহ ফকিরের ছেলে মোঃ মাহমুদুল হক (৪২),  মৃত আব্দুস সাত্তার আলী শাহ ফকিরের ছেলে মোঃ মিজানুর রহমান বাদল শাহ ফকির(৬৫), মোঃ আব্দুল বারিক(৫০) সহ আরও ১৫০/২০০ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে বেআইনি জনতার দলবদ্ধ হয়ে হাতে লাঠ,  ছোড়া, দা, বল্লম, কুড়াল, খুন্তি দিয়ে মারাত্নক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী ভাবে তফসিল বর্ণিত জমিতে অনুপ্রবেশ করে কলাগাছ ও নতুন বাড়ীঘর নির্মাণ করতে থাকেন।
ওই সময় ইউনুছ আলীর ছেলে মোঃ ফয়জুল ইসলাম দেখতে পেয়ে  ভার ৬.৪০ মিনিটে আমাকে জানায়। তারপর আমি সহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁধা  দিলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং প্রাণ নাশের হুমকী দেয়।এরপর আমরা ৯৯৯ এ ফোন করলে তারা আমাদের থানায় অভিযোগ দিতে বলেন।
তাই অপরাধীদের বাড়ীঘর অপসারণ সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি ভুক্তভোগী পরিবারের।
এসময় ভুক্তভোগী মোঃ মশিউর রহমান শাহ ফকীরের ভাই সাদ্দাম আল,  আরাফাত আলী, চাচা আমির আলী শাহ ফকির, আবু বক্কর সিদ্দিক,শাহিনুর আলী, চাচতো ভাই আব্দুল লতিফ,  নুর আলম, হাবিবুল্লাহ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।