নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক নারী নিহত

নোয়াখালী প্রতিনিধি : জেলার সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মনিজা খাতুন (৫৬) নামে এক নারী নিহত হয়েছেন।

এ সময় নিহতের তিন ছেলে ও এক মেয়ে আহত হয়েছেন।

মনিজা  ওই উপজেলার  আন্ডারচর ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের  মৃত আবদুল খালেকের স্ত্রী।

আহতরা হলেন মনিজার মেয়ে নুর জাহান বেগম (৩২), ছেলে মো. চৌধুরী (৪৩), মোখলেছুর রহমান (৩৮) ও আবুল কালাম (২৬)।

শুক্রবার সকাল ১০টার দিকে চরকাউনিয়া গ্রামের ডিম ব্যাপারী বাড়িতে এই ঘটনাটি ঘটে।

মনিজা খাতুনের  জামাতা ফারুক জানায়, মনিজার সঙ্গে তার ছোট ছেলে আবুল খায়েরের শ্বশুর আবদুর রবের বাড়ির পাশের একটা জমি নিয়ে  দীর্ঘ দিন থেকে বিরোধ চলছিল। গত সপ্তাহে এই সংক্রান্ত একটি মামলায় আদালতের রায়ে মনিজা খাতুন ওই জমির মালিকানা ফিরে পান।  এতে ক্ষিপ্ত হয়ে আজ সকালে আবদুর রব ৭/৮ জন লোক নিয়ে অতর্কিত মনিজার বসত ঘরে হামলা চালায় এবং মনিজাকে কুপিয়ে আহত করে।

এ সময় মাকে বাঁচাতে এসে তার এক মেয়ে ও তিন ছেলেও আহত হয়। গুরুতর আহত অবস্থায় মনিজাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো. সায়েদ উদ্দিন জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে মনিজা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার এক মেয়ে ও তিন ছেলেও আহত হয়েছেন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।