পদ্মা সেতুর সড়কপথ দৃশ্যমান

স্বপ্নের পদ্মা সেতুর শেষ স্ল্যাবটি বসানোর মধ্য দিয়ে সেতুর পুরো সড়কপথ দৃশ্যমান হলো।

আজ সোমবার (২৩ আগস্ট) পদ্মা সেতুর শেষ স্ল্যাবটি বসানো হয়েছে। এখন বাকি থাকল শুধু পিচঢালাইয়ের কাজ। এটি শেষ হলেই স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হবে।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, ‘আজ সকাল ১০টা ১২ মিনিটে পদ্মা সেতুতে সড়কপথের শেষ স্ল্যাবটি বসানো হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তটি সবাই মিলে উদযাপনে আতসবাজীর মধ্য দিয়ে শেষ স্ল্যাবটি বসানো হয়েছে। এখন শুধু পিচঢালাইয়ের কাজ বাকি থাকল।’

এর আগে গত ২০ জুন দ্বিতল এই সেতুর রেলওয়ের সব স্ল্যাবও বসানো হয়। এবার শেষ স্ল্যাব বসানোর পর সেতুর ছয় দশমিক ১৫ কিলোমিটারের পুরো সড়কপথ দৃশ্যমান হলো। সেতুতে মোট দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে।