পরিচ্ছন্ন রাখুন রান্নাঘর

ঘরের কোথাও কোনো ধুলা নেই। কিন্তু রান্নাঘর অগোছালো এলোমেলো। রান্নাঘর পরিষ্কার রাখার ছোটখাটো কিছু পদ্ধতি আছে। চলুন জেনে নেওয়া যাক সহজ কিছু পদ্ধতি-

তাক ব্যবহার করুন বুদ্ধি করে
বেশির ভাগ রান্নাঘরে খুব চওড়া তাক থাকে। সেগুলো ঠিক মতো ব্যবহার করার উপায় পাই না আমরা। অনেকটা জায়গা ফাঁকাই পড়ে থাকে। তাই নানা আকারের কৌটো আর ঢাকা দেওয়া কৌটো রাখুন। যেগুলোয় বাড়তি মুদিখানার জিনিস জমিয়ে রাখতে পারেন।

খালি জায়গা নষ্ট করবেন না
সিঙ্কের নীচে বা সিলিন্ডার রাখার জায়গায় অনেকটা করে খালি জায়গা নষ্ট হয় আমাদের। সেখানেও যদি পাল্লা দেওয়া ক্যাবিনেট করে ফেলতে পারেন, তাহলে বাড়তি জিনিস রাখার জায়গা পাবেন।

কোণে নজর দিন
কাউন্টার টপের কোণগুলো সাধারণত খালি পড়ে থাকে। কিন্তু এমন তাক বা বাসন রাখার র‌্যাক যদি কিনতে পারেন যেগুলো কোণে রাখার জন্যেই তৈরি, তা হলে সুবিধে হবে। একটার উপর আরও অনেক জিনিস রাখতে পারবেন।