পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে এক কৃষকের মৃত্যু

বাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্র্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামে জমি চাষ করার সময় পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে খায়রুল ইসলাম (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি জমি চাষ করছিলেন।

খায়রুল ওই গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে। তার ২ ছেলে ও স্ত্রী রয়েছে।

প্রত্যক্ষদর্শী কৃষক আরব আলীসহ কয়েকজন  জানান,  দুপুরে নিজের জমিতে চাষ করার সময় এক ফাঁকে পাওয়ার টিলারের ফালায় আগাছা জমে যায়। খায়রুল তা পরিষ্কারের জন্য পাওয়ার ট্রিলার থামিয়ে নিচে যান। কিন্তু অসাবধানতাবশত গিয়ারে চাপ পড়ে গেলে পাওয়ার ট্রিলার চলতে শুরু করে। এতে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আড়াইটার দিকে  মারা যান।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।