পাকিস্তানের বিশ্বকাপ দলে ৬ পেসার চান ইউসুফ

খেলা ডেস্কঃ পাকিস্তান দলে এখন রয়েছে একঝাঁক পেসার। দেশটির বোলিং আক্রমণের নেতৃত্বে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। দলে রয়েছেন নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র ও হারিস রউফের মতো পেসার। তাদের নিয়েই বিশ্বকাপ দল সাজাতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তবে পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইউসুফ মনে করেন, বিশ্বকাপ দলে থাকার দৌড়ে আছেন আরও দুই পেসার। তারা হলেন— ইহসানউল্লাহ ও জামান খান। তিনি মনে করেন, এ দুই পেসারও হারিস রউফ ও ওয়াসিম জুনিয়রদের সঙ্গে লড়াইয়ে নামার যোগ্যতা রাখেন।

বৃহস্পতিবার লাহোরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। খবর ক্রিকেট পাকিস্তানের।

ইউসুফ বলেন, পেস বোলিংয়ে আমাদের শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, ওয়াসিম জুনিয়র আছে। আমাদের নতুন পেসারদের মধ্যে রয়েছে— ইহসানউল্লাহ, জামান খান। ফলে আমাদের হাতে অনেক অপশন রয়েছে সাদা বলের ক্রিকেটে।

পাকিস্তান দলে শাদাব খান, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ নাওয়াজের মতো বিশ্বমানের তিনজন অলরাউন্ডার আছে। তাদের নিয়ে পাকিস্তানের বিশ্বকাপ দল সাজানো সহজ হবে বলে বিশ্বাস ইউসুফের। পাকিস্তানের ফিল্ডারদেরও প্রশংসা করেছেন তিনি।