পাটুরিয়া-দৌলদিয়া ঘাটে টানা তিন দিন ধরে ক্রমান্বয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ সম্প্রতি মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটের যানবাহন গুলো পাটুরিয়া-দৌলদিয়া নৌ-রুট দিয়ে পারাপার হওয়ায় ক্রমান্বয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের।
বিগত তিন দিন যাবৎ পাটুরিয়া ও আরিচা হতে ঢাকাগামী উথুলী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার যানজটের দীর্ঘ লাইন ক্রমান্বয়ে লেগেই থাকে। এতে করে আরিচা-পাটুরিয়া হতে প্রয়োজনের তাগিদে মানিকগঞ্জ সদর সহ ঢাকা যাতায়াত করতে জনসাধারণের ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বি আই ডব্লিউ টি সি সুত্রে  জানা যায়, সম্প্রতি অতি বৃষ্টি ও উজানের ঢলে বন্যার পানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় মাওয়া নদীতে পানির স্রোত অধিক বেড়ে যায়। এতে করে ফেরী চলাচল বিগ্নিত হয়ে পড়ে বিধায় অধিকাংশ গাড়িগুলো বিকল্প নৌ-রুট  পাটুরিয়া-দৌলদিয়া ঘাট দিয়ে পারাপার হচ্ছে।এ মত অবস্থায় যানবাহনের তোলনায় ফেরী কম থাকায় সৃষ্টি হচ্ছে থেকে থেকে ক্রমান্বয়ে দীর্ঘ যানজট।