পারিশ্রমিক নয়, দৃষ্টিনন্দন প্রতিমায় নজর

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। ক্ষণ এগিয়ে আসছে। মহালয়ার মাধ্যমে জাঁকজমক আর বর্ণিল আয়োজনে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব।
উৎসবকে ঘিরে শৈল্পিক আর দৃষ্টিনন্দন প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছে উৎসবের মর্ম। সময় ঘনিয়ে আসছে, সেজন্য প্রায় ২৪ ঘণ্টা ব্যস্ত তারা।
পারিশ্রমিক নয়, নজর দিচ্ছি দৃষ্টিনন্দন প্রতিমা তৈরিতে, মাকে ওপরে রাখতে চাই। সুন্দর প্রতি উপহার দিতে চাই দর্শককে-এমনটাই বললেন মৃৎশিল্পী সুমন পাল।
এ উৎসবকে ঘিরে লালমনিরহাট জেলার ৫ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে দেখা দিয়েছে কর্ম ব্যস্ততা। দিন রাত কাজ করে শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে প্রতিমা। যেন দম ফেলার সময় নেই কারিগরদের। পূজাকে সামনে রেখে জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকায় গিয়ে দেখা যায় প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছেন ওই এলাকার কারিগররা।
এ দিকে হিন্দু ধর্মাবলম্বীরা যেন পূজার প্রতিমা তৈরী থেকে শুরু করে মূল উৎসবের সকল আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে করতে পারে সেজন্য লালমনিরহাট জেলা পুলিশও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে। এবারো নির্দিষ্ট স্থানে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
সংশ্লিষ্টরা বলছেন, এবার দুর্গাদেবী আসবে ঘোড়ায় চড়ে। দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ১৪ অক্টোবর (রোববার) দেবীর বোধন এর মধ্য দিয়ে। শুরু হবে ৬ দিনব্যাপী শারদীয় দুর্গা উৎসব। ১৫ অক্টোবর আমন্ত্রণ ও অধিবাস, ১৬ অক্টোবর দেবীর সপ্তমীবিহিত, ১৭ অক্টোবর দেবীর মহা অষ্টমীবিহিত, কুমারী পূজা, সন্ধি পূজা, ১৮ অক্টোবর দেবীর নবমীবিহিত এবং ১৯ অক্টোবর দশমীবিহিত পূজা, সমাপন ও দর্পন বিসর্জন এবং সন্ধ্যা আরত্রিকের পর প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
প্রতিমা তৈরির কারিগররা বলছেন, প্রায় মাস তিনেক আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। এবার মাঝে মধ্যে বৃষ্টি হবার কারণে সমস্যা হচ্ছে। সেই সাথে বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরির অর্ডার এখনও নেয়া হচ্ছে। আগামী এক সপ্তাহ পর অর্ডার নেয়া বন্ধ হয়ে যাবে। কারণ একটি প্রতিমা তৈরি থেকে শুরু করে রংয়ের আঁচড় দিতে কমপক্ষে ১৫/২০ দিন লেগে যায়। ফলে এখন সময় কম। বিগত বছরগুলোর তুলনায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেশি। প্রতিটি প্রতিমা ভেদে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা মজুরি দিয়ে প্রতিমা তৈরি অর্ডার গ্রহণ করেছেন কারিগররা।
হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি এলাকার প্রতিমা কারিগর দেবাশীষ পাল জানান, তিন মাস আগে থেকে তারা প্রতিমা তৈরির কাজ শুরু করছেন। দুর্গাপূজা উপলক্ষে ২৯ টি প্রতিমা তৈরির অর্ডার পেয়ে কাজ শুরু করেন তিনি। এখন প্রতিমাগুলোতে মাথা লাগানোর কাজ চলছে। এখনও অনেক কাজ বাকি। ফিনিসিং, তারপর রংয়ের। আর এসব কাজ শেষ করে তাদের মন্ডপগুলোতে প্রতিমা পৌঁছাতে হবে। এবার প্রতিমার মূল্য সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে শুরু হয়েছে।
ওই এলাকার প্রতিমা কারিগর সুমন পাল জানান, প্রায় আড়াই মাস আগে ৪ টি প্রতিমা তৈরির অর্ডার পেয়ে কাজ শুরু করেছেন। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে। মন্ডপে নিয়ে যাবার ১০ থেকে ১২ দিন আগে এগুলো রংয়ের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
পূজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মন বলেন, গত বছর লালমনিরহাট সদর উপজেলায় ১৪৪টি, আদিতমারী উপজেলায় ১০৬টি, কালীগঞ্জ উপজেলায় ৮২টি, হাতীবান্ধা উপজেলায় ৭১টি ও পাটগ্রাম উপজেলায় ২৬ টিসহ জেলায় মোট ৪২৯টি মন্ডপে দুর্গোৎসব উদযাপন হয়েছে। এবার আরো বেশি হবার সম্ভাবনা রয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, পূজা আগামী মাসের মাঝামাঝি। হিন্দু ধর্মাবলম্বীরা যেন সুষ্ঠুভাবে তাদের উৎসব উদযাপন করতে পারেন সে জন্য প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। অতি দ্রুত পুজোর সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।