পার্থে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট

ক্রীড়া ডেস্ক : পার্থে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট।

টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে। জবাবে অস্ট্রেলিয়া বিনা উইকেটে ১০৫ রান সংগ্রহ করে প্রথম দিন শেষ করে।

দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো তারা ১৩৭ রানে পিছিয়ে রয়েছে। ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার (৭৩) ও শন মার্শ (২৯)। তারা দুজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাপ ডু প্লেসিস। কিন্তু তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি সতীর্থরা। ব্যাট করতে নেমে ৮১ রানেই পাঁচ-পাঁচটি উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন তেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। বাভুমা ৫১ ও ডি কক ৮৪ রান করেন।

তারা দুজন আউট হওয়ার পর ২৪২ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বল হাতে অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক ৪টি উইকেট নেন। ৩টি উইকেট নেন জস হাজলেউড। আর ২টি উইকেট নেন নাথান লায়ন। অপর উইকেটটি পকেটে পুড়েন পিটার সিডল।