পার্বতীপুরে অনুষ্ঠিত হলো ৯দিন ব্যাপি নাট্যোৎসব

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুরের পার্বতীপুরে ৯দিন ব্যাপি নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় পার্বতীপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রগতি সংঘের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে প্রগতির নিজস্ব মে এ নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। শুরুতেই মৃত্যুবরণ কৃত সকল নাট্যোকর্মীর স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, অনুষ্ঠানের আহবায়ক আমজাদ হোসেন, প্রগতি সংঘের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, এম এ ওহাব সরকার ও সূধীজনসহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর নাট্যকেন্দ্র “শিখন্ডী কথা” নামক নাটক পরিবেশন করেন। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এ নাট্যোৎসব ১২ এপ্রিল পর্যন্ত চলবে। এতে ঢাকা শব্দ নাট্যচর্চা কেন্দ্রসহ ৯টি জেলার ৯টি দল অংশ গ্রহন করবে।