পিছিয়ে পড়েও বায়ার্ন মিউনিখ

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েও সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠেছে সেভিয়া। ঘরের মাঠে মঙ্গলবার রাতে সেভিয়ার শুরুটাও হয় দুর্দান্ত। ৩২ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মিডফিল্ডার পাবলো সারাবিয়া।

৩৭ মিনিটে জেসুস নাভাসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বায়ার্ন। বায়ার্নের ফরাসি তারকা ফ্রাঙ্ক রিবেরির ক্রস নাভাসের পায়ে লেগে জালে জড়িয়ে যায়।

ম্যাচের ৬৮ মিনিটে বায়ার্নের জয়সূচক গোলটি করেন থিয়াগো আলকান্তারা। এই গোলেও অবদান রাখেন রিবেরি। তার ক্রস থেকে হেডে বল জালে পাঠান আলকান্তারা।

আগামী বুধবার বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় হবে শেষ আটের ফিরতি লেগ।

মঙ্গলবার রাতে শেষ আটের অন্য ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ।