পুরান ঢাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৪

জবি প্রতিনিধি : পুরান ঢাকার পাটুয়াটুলীতে ঘড়ি কেনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থী‌দের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফটকে পাটুয়াটুলী লেনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ঘড়ি কেনা নিয়ে এ ঘটনা ঘটে। আহত চার শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়নি। কোনো মামলাও হয়নি।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রমি, অনিক ও রাজ পাটুয়াটুলীতে ‘টাইম টাইমস এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে ঘড়ি কিনতে যান। পাইকারি দোকানে খুচরা ঘড়ি কেনা নিয়ে দোকানের মালিকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ব্যবসায়ীরা শিক্ষার্থীদের মারধর করে। পরে এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ব্যবসায়ীদের ওপর চড়াও হয়। এতে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ৪ জন শিক্ষার্থী আহত হয়। পরে বিশ্ববিদ্যলয় প্রশাসনের সহযোগিতায় কোতোয়ালি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।