পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, যুবক আটক

গাজীপুর সিটি করপোরেশনের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় মো. রঞ্জু আহম্মেদ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে কাশিমপুর থানা পুলিশ তাকে আটক করে। আটক যুবক পাবনার সুজানগর থানার কাদোয়া পশ্চিমপাড়া এলাকার মো. মান্নান শেখের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রেজওয়ান আহমেদ জানান, ঢাকার আশুলিয়া থানার শ্রীপুর বড়টেক এলাকায় ভাড়া থাকতেন রঞ্জু আহম্মেদ। তিনি একসময় অটো চালাতেন। বুধবার রাতে জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে বিভিন্ন গাড়ি থেকে চাঁদাবাজি করছিলেন।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে পুলিশের এএসপি ও এসপি পদ মর্যাদার পোশাক পড়া অবস্থায় দুটি পাসপোর্ট সাইজের ছবি ও একটি এসআইয়ের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।