পুলিশ হেফাজতে ক্ষুদ্র ব্যবসায়ী মৃত্যুর অভিযোগ

ফেনী প্রতিনিধি : ফেনীতে পুলিশ হেফাজতে ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল আমিনের (৫২) মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় এমন অভিযোগ করেন নিহতের স্ত্রী আনোয়ারা বেগম।

নুরুল আমিন ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুরে আবদুর রাজ্জাকের ছেলে।তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। এক ছেলে আলমগীর কাতারপ্রবাসী। অপর ছেলে প্রতিবন্ধী।

নিহতের ভাগনে শহিদুল ইসলাম জানান, একই এলাকার গনি মিয়ার ছেলে মোবারকের পরিবারের সঙ্গে নুরুল আমিনের ১৫ হাজার টাকা লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে এক সপ্তাহ আগে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে ঘটনায় গনি মিয়ার ছেলের মোবারক ফেনী মডেল থানায় মামলা করেন। ওই মামলার ২ নম্বর আসামি ছিলেন নুরুল আমিন।

নুরুল আমিনের স্ত্রী আনোয়ারা বেগম ও তার ভাইয়ের ছেলে শহীদ জানান, নুরুল আমিন বাড়ির পাশে একটি চায়ের দোকান চালাত। সে সুস্থ ও সবল দেহের অধিকারী ছিল।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, টাকা লেনদেন সংক্রান্ত ঘটনায় সংঘর্ষের মামলার আসামি নুরুল আমিনকে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তাকে ফেনী মডেল থানায় নিয়ে গেলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।